|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় ৫ম দিনেও চলছে তৃতীয় শ্রেনীর কর্মচারিদের কর্মবিরতি- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: বিভাগীয় জেলা উপজেলা প্রসাশন'র ৩য় শ্রেনীর কর্মচারিদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়ের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ও ভুমি কার্যলয়ের সামনে ৩য় শ্রেনীর কর্মচারিদের ৫ম তম কর্মবিরতি ও মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মবিরতি ও মানববন্ধন শেষে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটি'র নির্দেশনায়, জেলা শাখার বাস্তবায়নে ছাগলনাইয়া উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়ে দাবি আদায়ে সোচ্চার হন। সোমবার (২৭ জানুয়ারী) সকাল ৯ টায় থেকে দুপুর ১টায় পর্যন্ত টানা ৪ ঘন্টা কর্মবিরতি পালন করেন।
৫ম দিনে কর্মবিরতি পালন করার সময় কর্মচারিদের মধ্যে উপস্থিত ছিলেন সন্জিত কুমার পাল, বাপ্পিরাজ দাস, শ্যামল কুমার কর্মকার, মোঃ আবু তাহের, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মনির হোসেন সহ প্রশাসনের অন্যান্য কর্মচারিবৃন্দ।
৩য় শ্রেনীর কর্মচারিরা ক্ষোভের সহিত দৈনিক বাংলার অধিকার ছাগলনাইয়া প্রতিনিধিকে জানান, পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী কর্মবিরতি পালন করে যাবো, অধিকার আদায়ে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন করতে প্রস্তুত। কর্মচারিরা আরো বলেন পদ-পদবী পরিবর্তন ও ১১ থেকে ২০ তম বেতন গ্রেডে উচ্চতর বেতন স্কেল বৃদ্ধি ও সচিবালয়'র মত প্রমোশন সহ দাবি মানতে সরকার'র প্রতি উদাত্ত্ব আহবান জানান।
কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদের বেতনস্কেল ও পদবী পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) দীর্ঘদিন ধরে কর্মবিরতি ও মানববন্ধন করে আসছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.