|| ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ার পালাখাল মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারি, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়া ॥
কচুয়া উপজেলার পালাখাল মহিলা মাদ্রাসার ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, মিলাদ-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার ম্যানেজিং ম্যানেজিং কমিটির সভাপতি জমির হোসেন মিয়াজীর সভাপতিত্বে বিদায়ী দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ।
বক্তব্য রাখেন, পালাখাল মহিলা মাদ্রাসার শিক্ষক ও পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, মহিলা মাদ্রাসার সুপার আবুল কালাম প্রমুখ।
এসময় কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু,শংকরপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার সোহেল আহমেদ,সমাজসেবক ইমাম হোসেন সওদাগরসহ মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.