|| ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ার কহলথুড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারি, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়া ॥
কচুয়া উপজেলার কহলথুরী হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সহকারী মাও. আবুল কাদেও জিলানীর পরিচালনায় বিদায়ী দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. অ্যাড. হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কড়ইয়া ইউনিয়ন লীগের সভাপতি মো. আব্দুস সালাম সওদাগর, সাধারন সম্পাদক মো. আবু বকর মিয়াজী, ম্যানেজিং কমিটির সদস্য আইয়ুব আলী মজুমদার, সহকারী প্রধান শিক্ষক খান বাহার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক সামস মিঠু,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আব্দুল কাদের জিলানী।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.