|| ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় কৃষির সমস্যা ও করণীয় নিয়ে কৃষকদের সাথে মতবিনিময়- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ জানুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষির সমস্যা ও করণীয় সম্পর্কে উপস্থিত কৃষকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। রবিবার (২৬ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ হল রুমে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া'র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব সনৎ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরেজমিন উইং পরিচালক কৃষিবিদ চন্ডী দাস কুন্ডু, ফেনী কৃষি সম্প্রসারণ ভারপ্রাপ্ত উপ পরিচালক কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন খান, উপজেলা পরিষদ'র চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান।

উপজেলা উদ্ভিদ সহকারি কর্মকর্তা মোঃ আবদুল করিম কাউসার'র সঞ্চালনায়, এতে উপজেলা থেকে আগত কৃষকরা উন্নত মানের বীজ, সার, ঔষুধ, পানি ব্যবস্থা, ইউনিয়ন ভিত্তিক কৃষি অফিসে জনবল বাড়ানো সহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.