|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় দ্রুততম সময়ে উত্তরপত্র জমা দেওয়ায় ছাত্রছাত্রীদের পুরস্কৃত করলেন উপজেলা চেয়ারম্যান লিপটন – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২০
সোনাগাজী প্রতিনিধি:-
মুজিব শতবর্ষ উপলক্ষে সোনাগাজী প্রেসক্লাবের আয়োজনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা "বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো" ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকালে সোনাগাজী পৌরসভার এনায়েত উল্যাহ মহিলা কলেজে শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় তাৎক্ষণিক দ্রুততম সময়ে সঠিক উত্তরদাতাদের মধ্যে প্রথম হয়েছেন- মানবিক বিভাগের নওশীন মুস্তারী সুমাইয়া, দ্বিতীয় হয়েছেন -একই বিভাগের সাবিকুন নাহার এবং তৃতীয় হয়েছেন মানবিক বিভাগের তাসলিমা আক্তার।
বিজয়ী ৩ জনকে সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনের ব্যক্তিগত পক্ষ থেকে পুরস্কার হিসেবে একটি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "অসমাপ্ত আত্মজীবনী" ক্যালেন্ডার এবং নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.