|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ার দোঘর ইসলামিয়া মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায়ী ও অভিভাবক সমাবেশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী দোঘর ইসলামিয়া মহিলা মাদ্রাসা ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. চৌধুরী আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক ইসমাইল হোসেনের পরিচালনায় মিলাদ ও অভিভাক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম লালু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চৌমুহনী দারুস সুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান,সুনামগঞ্জ মেরুয়াখোলা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই,প্রতিষ্ঠাতা সদস্য রফিকুল ইসলাম,দোঘর ইসলামিয়া অরগানাইজেশন এর সভাপতি মো: ইউসুফ আলী তালুকদার,ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য জাহিদুল হাসান নয়ন,অভিভাবক সদস্য আবুল কালাম মুন্সী প্রমুখ।
পরে মাদ্রাসা শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.