|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বগুড়ার শেরপুরে ৪২ বোতল ফেন্সিডিল ও নগদ আর্থসহ এক নারী আটক – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২০
হাবিবুর রহমান(হাবিব
বগুড়া প্রতিনিধি:-বগুড়ার শেরপুরে গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২বোতল ফেন্সিডিল সহ নগদ অর্থ উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও শ্রীমতি পূজা রানী তরফদার (২৪) নামে একজন নারীকে আটক করা হয়েছে।
এজাহার সুত্রে জানা গেছে ২০জানুয়ারী সোমবার দিবাগত রাত দুইটায় শেরপুর স্থানীয় বাসষ্ট্যান্ডে ডিউটি কালীন অবস্থায় এস আই আতিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, শেরপুর পৌরসভার ঘোষপাড়াস্থ মৃত অচ্যুত কুমারের ছেলে শ্রীবিষ্ণু কুমার তরফদার নান্টু(৩৪) তার স্ত্রী শ্রীমতি পূজা রানী তরফদারের সহযোগিতায় নিজ বাড়িতে বিভিন্ন মাদক সেবীদের নিকট নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি করছে। এমন একটি সংবাদ পেয়ে এস আই আতিকুর রহমান উর্দ্ধতন কর্মকর্তাকে অবহিত করে সঙ্গীয় অফিসার ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী শ্রীবিষ্ণু কুমার তরফদার নান্টু পালিয়ে গেলেও ৪২বোতল ফেন্সিডিল এবং মাদকদ্রব্য বিক্রি করার নগদ সত্তর হাজার আটশত ত্রিশ টাকা সহ স্ত্রী পূজা রানী তরফদারকে আটক করেছে।
এবিষয়ে শেরপুর থানার এসআই আতিকুর রহমানের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১৪(খ)৪১ ধারার অপরাধে মামলা রুজু করিয়া জেল হাজতে পাঠানো হয়েছে অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হাবিবুর রহমান (হাবিব)
শেরপুর,বগুড়া প্রতিনিধি:
তারিখ:২২-১-২০২০
মোবা:০১৭৩৪-৪১৯৬৮৪
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.