|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় অবৈধভাবে বালু ও কৃষি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলাধীন পাঠানগড় ইউনিয়ন'র রেজুমিয়ার পশ্চিম পার্শ্বে ও মহামায়া ইউনিয়ন'র উত্তর যশপুর নামক স্থানে অবৈধভাবে বালু তোলা ও কৃষি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়.
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া'র নেতৃত্বে বুধবার (২২ জানুয়ারী) দুপুর ১ টায় অবৈধভাবে বালু তোলা ও কৃষি জমির মাটি কাটার অপরাধে দুই ব্যাক্তিকে ''বালু ও মাটি ব্যবস্থাপনা" আইনের ২০১০ এর আওয়াতায় ৫০০০০ টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন। এই সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত সকলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি অবৈধভাবে বালু তোলা কিংবা কৃষি জমির মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.