|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নীলফামারীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২০
মোঃ জুয়েল রানা(নীলফামারী প্রতিনিধি)নীলফামারীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ মঙ্গলবার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস ৮ দশমিক ২ ডিগ্রী এবং ডিমলা আবহাওয়া অফিস ৮ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এদিকে ঘন কুয়াশায় কারনে দৃষ্টিসীমা সকাল ৯টায় ৫০ মিটারের কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া আঞ্চলিক ও মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সিডিউল মেনে চলছে না ট্রেন। দূর্ঘটনা এড়াতে যানবাহনগুলো ফক লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে।
শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষরা খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগির সংখ্যা বেড়েছে। বোরো বীজতলা কোল্ড ইনজুরির কবলে পড়ায় বোরো চাষ নিয়ে শঙ্কিত চাষীরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.