|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় পালাখাল (দক্ষিন) সড়কটি সংস্কার না হলে ঘটতে পারে দূর্ঘটনা ॥ অতি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসী- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়াঃ
কচুয়া উপজেলা অন্যতম সড়ক হলো পালাখাল-সেঙ্গুয়া সড়ক। এই সড়ক দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় দহুলিয়া,ভূইয়ারা,এনায়েতপুর,সেঙ্গুয়াসহ মোট ২০ গ্রামের মানুষ যাতায়াত করে। এই সড়কটি দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। দক্ষিন পালাখাল এই সড়কটি যেন মরণ ফাঁদ। বর্তমানে এই রাস্তা দিয়ে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ,মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা যাতায়াত করে। রাস্তাটি ভেঙ্গে যাওয়া ঘটছে নানা ধরনের দূর্ঘটনা। প্রতিনিয়ত এভাবে ঝুকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন।
এদিকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন মিয়াজী,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক আশিকুর রহমানসহ যানবাহন চালকরা জানান, জীবনের ঝুকি নিয়ে আমরা প্রতিনিয়ত এভাবে এই রাস্তাটি দিয়ে যাতায়াত করি। কয়েকবার দূর্ঘটনার শিকার হয়েছি। রাস্তার পাশে পুকুর থাকার কারনে রাস্তার কিছু অংশ ভেঙ্গে গেছে। এতে করে যে কোনো ধরনের দূঘটনা ঘটতে পারে।
বিদ্যালয় শিক্ষার্থী রিফাত বলেন, প্রতিদিন আমরা বিদ্যালয়ে যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হয়। সবসময় ভয় থাকে এই স্থানে আসলে যে কোনো দূর্ঘটনা হতে পারে।
এদিকে অচিরেই রাস্তাটির সংস্কার ও গাইড ওয়াল না দিলে ঘটতে পারে দূর্ঘটনা। তাই রাস্তা মেরামত ও গাইড ওয়াল নির্মান করতে স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর ও উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.