|| ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
শিশুরা পদর্শন করল জানাজার নামাজ আদায়ের নিয়ম,,,, হাজীগঞ্জ আহাম্মদপুর আল আমিন হাফেজিয়া ও নুরানি মাদ্রসার পুরস্কার বিতরন – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২০
নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর( উ:) ইউনিয়নের আহম্মদপুর আল আমিন হাফেজিয়া মাদ্রাসা ও নুরানি মাদ্রাসায় বার্ষিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন হয়েছে। (২০ জানুয়ারি ২০২০) সোমবার সকালে মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. হারেছ সর্দার। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক খালেকুজ্জামান শামীম, শিক্ষক মোজাম্মেল হক কাজল, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে আবুল হোসেন দিলু, আবদুস সোবহান, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এনায়েত উল্লাহ, সাধারন সম্পাদক মোহাম্মদ হোসেন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এমরান হোসেন, জাতীয় পার্টি নেতা আবদুল লতিফ বেপারি, অভিভাবক মিজানুর রহমান, মানিক ছয়ানি। সার্বিক তত্তাবধানে ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মুকবুল হোসেন, শাহাদাত হোসেন। অনুষ্ঠানের শুরুতে ইসলামী সঙ্গীত, হামদ,নাত ও জাতিয় সঙ্গীত পরিবেশন করেন ছাত্র শাহাদাত হোসেনসহ শিক্ষার্থীরা। তার পরে বাস্তবতায় জানাজান নামাজ আদায়, ইমামতি পদ্ধতি পদর্শন, হাদিস ও মাসালা নিয়ে শিশু শিক্ষার্থীর প্রতিযোগীতার বিভিন্নদিক তুলেধরা হয়। এ সময় সকল অভিভাবক, এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.