|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলাধীন ৭৮ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে উপজেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় গান, নৃত্য, যেমন খুশি তেমন সাজ, দৌড়, চিত্রাংকন সহ মোট ৫০ টি ইভেন্টে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ও উপজেলা প্রসাশন'র সহযোগিতায় সোমবার (২০ জানুয়ারী) দিনব্যাপী ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের'র সভাপতিত্বে, আন্ত:প্রাথমিক বিদ্যালয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ'র চেয়ারম্যান ও আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, সহকারি অফিসার শাহ আলম, ইউআরসি পরিদর্শক মোস্তফা কামাল উদ্দিন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যন মুজিবুর রহমান প্রমুখ।

মটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়'র সহকারি শিক্ষক ইকবাল হোসেন'র সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, বাঁশপাড়া শেখ ফজলুল হক মণি স্মৃতি সংসদ'র সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ মিয়াজী, প্রেস ক্লাব'র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি মোঃ শেখ কামাল ও মোঃ আবুল হাসান, দৈনিক বাংলার অধিকার ও দৈনিক স্বদেশ বিচিত্রা ছাগলনাইয়া প্রতিনিধি সেপাল নাথ, ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়'র প্রধান শিক্ষক জাকির হোসেন সোহাগ, ছাগলনাইয়া বালিকা বিদ্যালয়'র প্রধান শিক্ষক মোঃ গোলাম আবসার, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, সাংবাদিক, অভিভাবক বৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.