|| ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৬ই রমজান, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে জনতার হাতে চোর আটক- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২০
মো.মজিবুর রহমানঃ
চাঁদপুরের হাজীগঞ্জে একটি ফার্মেসীতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোরকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শুক্রবার রাত ২টায় হাজীগঞ্জ উপজেলার বলাখালে বাজারে এ ঘটনা ঘটে।
আটক চোর শাওন মিজি (২৮) চাঁদপুর সদর উপজেলার কল্যাণদি গ্রামের শফিক মিজির ছেলে।
ডা.আকবর জানান, আনুমানিক রাত ২টায় দেয়াল ভেঙে চুরি করতে ভেতরে প্রবেশ করে শাওন। সেই সাথে আমার প্রায় চার লক্ষ টাকার মত ওষুধ প্যাকিং করে নেয়ার জন্য প্রস্ততুি নেয়।
চোরের উপস্হিতি টের পেয়ে বাজারের নাইট গার্ড বাজার ব্যাবসায়ী সমিতির নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদকে বিষয়টি অবগত করলে তাকে হাতেনাতে ফার্মেসী ভেতর থেকে আটক করে। পরে জনতা ক্ষিপ্ত হয়ে মাথা ন্যাড়া করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ ঘটনায় হাজীগঞ্জ থানার (এসআই) মোশারফ হোসেন ভুঁইয়া জানান, চুরির ঘটনায় তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও করা হবে তার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.