|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
নওগাঁয় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক-২
প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২০
সোহেল চৌধুরী রানা, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় এক বিশেষ অভিযানে ৪শ' পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র চৌকস একটি দল।
আটককৃতরা হলো উপজেলার বিজয়পুর গ্রামের আব্দুর সাত্তার মন্ডলের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৫) ও চক ভবনী গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাদ্দাম হোসেন (২৬)।
নওগাঁ জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সোয়া ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি কে এম শামসুদ্দিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম, এএআই ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে মান্দা থানাধীন হার কিশর গ্রামের গাইভরা ব্রিজের উপর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ৪ শ' (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
ডিবির এসআই ফেরদৌস আলী ঘটনা নিশ্চিত করে আরো জানান, আটককৃতদের নামে একাধিক মামলা রয়েছে। এবিষয়ে সংশ্লিষ্ট থানায় তাদের নামে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.