|| ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ায় বিশিষ্ট সমাজসেবক সাত্তার মজুমদার আর বেচেঁ নেই দাফন সম্পন্ন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
কচুয়া উপজেলার গুলবাহার গ্রামের অধিবাসী,বিশিষ্ট সমাজসেবক, চট্টগ্রাম বন্দরের অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুস সাত্তার মজুমদার আর বেচেঁ নেই (ইন্নানিল্লাহি........ রাজিউন)। তিনি শুক্রবার দিবাগত রাত ১টার সময় হৃদয় রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়ে সহ বহু গুনগাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
এদিকে গতকাল শনিবার বাদ আছর জানাযা শেষে মরহুমের লাশ তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে পরিবারের সদস্য ও এলাকাবাসাীর মাঝে শোকের ছায়া নেমে আসে। এসময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন শ্রেনীর পেশার মানুষসহ তাহার অত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য,তিনি গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সেলিম হোসেনের বাবা।
কচুয়া ঃ সমাজসেবক আব্দুস সাত্তার মজুমদারের জানাযায় অংশ নেয়ায় মানুষের একাংশ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.