|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
খুলনা জেলা ও মহানগর আওয়ামীলীগ’র নেতৃবৃন্দর বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি, ২০২০
স্বপন কুমার রায়, খুলনা জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা মহানগর, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট এ নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময় খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ,সাধারণসম্পাদক সুজিত অধিকারী খুলনা মহা নগর শ্রমিকলীগ সভাপতি আবুল কাশেম মোল্লা খুলনা জেলা আওয়ামীলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজামান জামাল,,খুলনা মহা নগর যুবলীগ সভাপতি শফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর ছাত্রলীগের আহবায়ক শেখ শাহ জালাল সুজন, খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা হোসনে আরা রুনু সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের প্রায় ১ হাজার নেতা কর্মি উপস্হিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.