|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় মরহুম ডাঃ আমিনুল হকের দশম মৃত্যুবার্ষিকী: দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ছাগলনাইয়া পৌরসভাধীন পুর্ব ছাগলনাইয়া ৯ নং ওয়ার্ড মধ্যমপাড়া বেচাগাজী ভুঁইয়া বাড়ির সাবেক শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম হাবিবুল্লাহ্ বাহার এর পিতা মরহুম ডাঃ আমিনুল হক ভুঁইয়ার দশম মৃত্যুবার্ষিকী আজ।
মরহুম ডাঃ আমিনুল হক ভুঁইয়া চল্লিশ ও পঞ্চাশ দশকে ছাগলনাইয়া উপজেলায় গরীব দুখী মানুষদের স্বাস্থ্য সেবা দিয়ে সর্বস্তরের জনগনের মনিকোঠায় স্থান করে নিয়েছিলেন। যাকে এক নামে উপজেলা ও পৌর এলাকার মানুষ গরীবের ডাক্তার বলে সম্মান প্রদর্শন করত। তিনি একাদারে রাজনীতিবিদ, চিকিৎসক, শিক্ষানুরাগী ও দানশীল হিসেবে পরিচিত ছিলেন. আজ সে মরহুম ডাঃ আমিনুল হক ভুঁইয়ার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম'র পরিবার পক্ষ থেকে উনার জন্য দোয়া চেয়েছেন।
মরহুমের পারিবারিক সুত্রে জানা যায়, মরহুম ডাঃ আমিনুল হক ভুঁইয়া উপজেলা আ'লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ও বঙ্গবন্ধু আদর্শে উজ্জীবিত হয়ে প্রতিষ্ঠালগ্নে এই মানুষটি সহায় সম্বল সব কিছু দলীয় স্বার্থে ব্যায় করেছেন। উনার জীবদ্দশায় সন্তানদের জন্য শেষ সম্বল নিজের চেম্বার সহ বিল্ডিং পর্যন্ত বিক্রি করে দেন। যুদ্ধকালীন সময়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। ২০১০ সালে ১৫ জানুয়ারি ডাঃ আমিনুল হক ভুঁইয়া ১০৫ বছর বয়সে নিজ গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন. ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মরহুম ডাঃ আমিনুল হক ভুঁইয়ার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনার্থে ঘরোয়াভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.