|| ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৬ হিজরি
আশুলিয়ার গোকুলনগরে জঙ্গি আস্তানা সন্দেহে দুই তলা ভবন পুলিশের কব্জায় -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২০
সাভারের আশুলিয়ার গোকুলনগরে জঙ্গি আস্তানা সন্দেহে দুই তলা ভবনের একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাড়িটির মালিক প্রবাসী আক্তার হোসেন।
সোমবার সন্ধ্যা থেকে গোকুলনগর বাজার সংলগ্ন একটি দুই তলা বাড়ি ঘিরে রাখেন পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। বাড়িতে কতজন রয়েছে তা এখনো জানা যায়নি।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই বাড়িতে জঙ্গি সদস্য, বিস্ফোরক দ্রব্য ও গোলা বারুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘেরাও করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.