|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে বালুরমাঠের স্মৃতিস্তম্ভ শহিদ মিনারটি রক্ষণাবেক্ষণ না করায় বিলীন হওয়ার পথে,শুকুর আলম (শুভ) – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২০
নিজস্ব প্রতিবেদক,
চাঁদপুর জেলার হাজীগঞ্জে শহরের পশ্চিমবাজার সংলগ্ন বালুর মাঠে মুক্তিযুদ্ধের চেতনার স্মৃতিস্তম্ভ- আজ বিলীনের পথে।
এই মিনার টি গত ২০১১সালে হাজীগঞ্জ পশ্চিমবাজার বালুরমাঠে এ স্মৃতিস্তম্ভ-নির্মানের কাজ করে দেন -হাজীগঞ্জের সকলের প্রান প্রিয় মানুষ শুকুর আলম (শুুভ)আজ ১১ বছর হলে ও এই স্মৃতিস্তম্ভটি সংস্কার করার মতো কেউ নেই।
দুঃখজনক হলেও এটা সত্য প্রান প্রিয় হাজীগঞ্জে নেতার অভাব নেই তেমনি মুক্তিযুদ্ধোর ও অভাব নেই অথচ টাকার পাহাড় অনেকেই করেছেন এই মিনার টি সংরক্ষণ করবে কেউ এগিয়ে আসেনা।
শুকুর আলম( শুভ) দৈনিক বাংলার অধিকার কে জানান -এই মিনারটি রক্ষণাবেক্ষণ না করায় তা বিলীন হতে চলেছে আমি আশাবাদী সকলে মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে এ-ই মিনার সংস্কারের জন্য এগিয়ে আসবেন।
আমি মুক্তিযুদ্ধার সন্তান হিসাবে সকল বীর মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল বীর মুক্তিযোদ্ধাকে এই মিনারটির জন্য দৃষ্টি আকর্ষণ করছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.