|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সৈয়দপুরে নীলসাগর ট্রেন থেকে এক যাত্রীর মরদেহ উদ্ধার- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২০
সৈয়দপুরে নীলসাগর ট্রেন থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার- দৈনিক বাংলার অধিকার
মোঃ জুয়েল রানা, নীলফামারী প্রতিনিধিঃ
ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেসের কেবিন থেকে আব্দুর রশিদ নামে এক যাত্রীর মরদেহ উদ্ধার করেছে সৈয়দপুরে রেলওয়ে পুলিশ। রোববার মধ্যরাতে (রাত ১টা ৫০ মিনিট) ট্রেনটির খ বগির এসি বার্থ-এর ৪৪ নং আসন থেকে ওই যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর থানা পুলিশ জানান, যাত্রী আব্দুর রশিদ ঢাকার কাকরাইলের বইয়ের এবং কারের ব্যবসায়ী বলে জানা গেছে। মরদেহের সাথে ৬৭ হাজার টাকা, ইনটেক করা ল্যাপটপ, আই ফোন, ব্যবহৃত দুটি মোবাইল ফোনসহ ট্রাভেলস ব্যাগ পাওয়া গেছে। তার গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে।
বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশ সুপার সিদ্দিকী তানঞ্জিলুর রহমান জানান, প্রাথমিকভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে বলে ধারনা করা হচ্ছে। কারন কেবিনের লক ভেতর থেকে আটকানো ছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই কেবিনে আরো দুইজন যাত্রী ছিল। তারা জয়পুরহাট স্টেশনে নেমে যান। পার্বতীপুর স্টেশন অতিক্রম করার পর ট্রেনের এ্যাটেনডেন্ট সৈয়দপুর স্টেশনের এই যাত্রীকে ডাকতে গিয়ে বিষয়টি টের পান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.