|| ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় মাদক ব্যবসায়ী বোমা হানিফ আটক- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ'র নেতৃত্বে এসআই আলমগীর হোসেন, এএসআই জাকির হোসেন, মতিউর রহমান সহ একদল পুলিশ টিম ছাগলনাইয়া উপজেলাধীন মহামায়া ইউনিয়নস্থ বক্তারহাট বাজারের ফরিদ মেম্বার 'স' মিলের সামনে থেকে রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় মাদক ব্যবসায়ী মোঃ হানিফ ওরপে বোমা হানিফকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়. মাদক ব্যবসায়ী মোঃ হানিফ ওরপে বোমা হানিফ পিতা- আবদুল বারেক মাতা-সেতারা বেগম'র সন্তান। মাদক ব্যবসায়ী মোঃ হানিফ ওরপে বোমা হানিফ'র বাড়ি চাঁদগাজি মাটিয়াগোধার মজুমদার বাড়ি বলে জানা যায়।
মাদক ব্যবসায়ী মোঃ হানিফ ওরপে বোমা হানিফ'র বিরুদ্ধে অত্র থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
আসামী মাদক ব্যবসায়ী'র বিরুদ্ধে ইতিপূর্বে মাদক, ডাকাতি প্রস্তুতি, নারী ও শিশু নির্যাতনের মামলা সহ মোট ৮ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান ছাগলনাইয়া থানা পুলিশ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.