|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে গায়ে কেরোসিন ঢেলে দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যার চেষ্টা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২০
খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জথেকে:
চাঁদপুরের হাজীগঞ্জে গায়ে কেরোসিন ঢেলে মাদরাসা ছাত্রী আত্মহত্যার চেস্টা করেছে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে তার অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার বিকেল ৫টার সময় পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের ট্রাকরোডে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রী সিপা আক্তার (১৭) উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের প্রবাসি দেলোয়ার হোসেনের মেয়ে। সে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি যুগান্তরকে জানান, ঘটনাটি জেনে আমি হাসপাতালে গিয়েছি। আগুনে শিক্ষার্থীর প্রায় ৭০ ভাগ পুড়ে গেছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মুঠো ফোনে জানান, আগুনে মেয়েটির শরীর ৭০ ভাগ প্রায় পুড়ে গেছে। বাঁচার কোন লক্ষণ নেই। প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে সিপার মা শিল্পীর মুঠো ফোনে কয়েকবার ফোন করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার এক নিকট আত্মীয় জানান, শিল্পী তার মেয়েকে নিয়ে কুমিল্লা হাসপাতালে রয়েছে। তবে তার অবস্থা আশংকজনক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.