|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোনাগাজীতে সমুদ্রবন্দর ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে -ভাষাসৈনিক শামসুল হুদা – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২০
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
একুশে পদক ও আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত ভাষাসৈনিক লায়ন শামসুল হুদাকে যৌথভাবে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শিল্প ও উন্নয়ন করপোরেশন (বিআইডিসি) সোনাগাজী শাখা, সোনাগাজী প্রেসক্লাব এবং সোনাগাজী বঙ্গবন্ধু পরিষদ। ১১ই জানুয়ারি শনিবার সন্ধ্যায় সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে অবস্থিত বঙ্গবন্ধু পরিষদে আলোচনা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে ভাষা সৈনিক শামসুল হুদা বলেন- সাগরস্নাত সোনাগাজী ভৌগলিক কারনে অত্যন্ত গুরুত্বপুর্ন ও সমৃদ্ধ অঞ্চল। এখানে সমুদ্রবন্দর, টেকনিকেল কলেজ ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শিল্পাঞ্চলের জন্য অধিগ্রহনকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকগণ যাতে ভূমির ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করতে হবে।
শামসুল হুদা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প, উন্নয়ন ও শিক্ষা বান্ধব। তাই আমি আশাকরি বর্তমান মেয়াদে এ অঞ্চলের উন্নয়নমূখী জনগনের দাবি বাস্তবায়ন করবে আওয়ামী লীগ সরকার।
সভায় বিআইডিসি সোনাগাজী শাখা সভাপতি নুর আলম মিস্টার’র সভাপতিত্বে এবং সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ’র সার্বিক পরিচালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন- বিআইডিসি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন চৌধূরী। তিনি বলেন সোনাগাজী সমুদ্রাঞ্চলে সমুদ্র বন্দর নির্মান উপযোগী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আ’লীগ নেতা ডা. গোলাম মাওলা, সোনাগাজী পৌরসভার প্যানেল মেয়র শেখ কলিম উল্লাহ রয়েল, পৌর আ’লীগ সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী, উপজেলা আ’লীগের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ,
পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার লিয়াকত আলী খান, সোনাগাজী প্রেসক্লাবের সাধারন সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ, যুগ্নসম্পাদক বাহার উল্লাহ বাহার, প্রচার সম্পাদক আবদুর রহিম, নির্বাহী সদস্য আফতাব হোসেন মমিন ভূঁঞা, সাবেক ছাত্রনেতা শফিকুল মাওলা, মুক্তিযোদ্ধা সন্তান নুরুল করিম সাইফূল, আকবর হোসেন খন্দকার রিগ্যান, পৌরসভা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ মহাজন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন টিপু, স্বাস্থ্য সম্পাদক পলাশ দাস, সহসম্পাদক শিমুল মোমিন প্রমূখ।
এ সময় বিআইডিসি সোনাগাজী শাখা, সোনাগাজী প্রেসক্লাব, বঙ্গবন্ধু পরিষদ এবং আ’লীগ ও সহেযাগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সংবর্ধিত অতিথি ভাষা সৈনিক লায়ন শামসুল হুদার হাতে সম্মাননা ক্রেষ্ট, সোনাগাজীর উন্নয়নের ৭দফা দাবির প্রস্তাবনা ও অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের আবেদন তুলে দেন অতিথিবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.