|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় আজকের প্রতিক্রিয়া পত্রিকার সৌজন্য আবুল হাসেম চৌধুরী স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২০
বিশেষ প্রতিনিধিঃ আজকের প্রতিক্রিয়া পত্রিকার উদ্যোগে ছাগলনাইয়া পৌরসভার সুবেদারি রাস্তার মাথায় অনুষ্ঠিত হয়েছে আবুল হাসেম স্মৃতি স্মরণে শর্টফোর ক্রিকেট টুর্নামেন্ট ২০২০। মোট ১৬ টি দলের অংশগ্রহণে বৃহস্পতিবার( ৯ জানুয়ারী) রাতব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ফাজিলপুর আদর্শ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ছাগলনাইয়া ফ্রেন্ডশীপ ক্লাব রানারআপ হয়।
সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ’র চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এসময় তিনি বলেন, যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে তারা মাদকের সাথে সম্পৃক্ত থাকতে পারেনা। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশের মাধ্যমে নিজেদের দেশের একজন সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে যুব সমাজেকে পরামর্শ দেন সোহেল চৌধুরী। তিনি আরো বলেন, ছেলেদের পাশাপাশি আমাদের সমাজের প্রত্যেকটি মেয়েকেও স্কুল,কলেজ ও মাদ্রাসায় গিয়ে পড়ালেখা করার সুযোগ করে দেয়া আমাদের দায়িত্ব। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার পথে মেয়েদেরকে যারা ইভটিজিং করবে তাদের আইনের আওতায় আনা হবে। সোহেল চৌধুরী বলেন, ইভটিজার যদি আমার দলেরও হয় তাকেও কঠিন শাস্তি ভোগ করতে হবে। টাকার অভাবে ছাগলনাইয়া উপজেলার কোনো শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে এটা মেনে নিবোনা বলে সোহেল চৌধুরী জানান, এমন শিক্ষার্থীদের জন্য আমার উপজেলা পরিষদের দরজা সবসময় খোলা থাকবে। আমরা তাদের আর্থিক সহযোগিতা করব।
পৌর প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন’র সভাপতিত্বে ও টুর্নামেন্ট’র পৃষ্ঠপোষক আজকের প্রতিক্রিয়ার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম ভুইয়া, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক আবদুল বাকি শিমুল চৌধুরী, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সহ-সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, জেলা ছাত্রলীগ’র যুগ্ন-সাধারণ সম্পাদক জমির উদ্দিন মজুমদার বাবু,উপজেলা যুবলীগের সদস্য সোহাগ মজুমদার.বিশিষ্ট সমাজসেবক আবদুল মন্নান. মশিউর রহমান শিমুল.বেলাল হোসেন.আবুল কালাম.আবুল হাসান চৌধুরী.জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন তারেক. উপজেলা ছাত্রলীগ’র যুগ্ন সাধারণ সম্পাদক আশিক একরাম রাব্বী, পৌর ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননি যুবলীগ নেতা কাজী আবুল বশর প্রমুখ। এসময় ছাগলনাইয়া ফ্রেন্ডশিপ ক্লাবের সভাপতি ফজলুল হক চৌধুরী তুহিন.সাধারন সম্পাদক আরমান রাকিব ও মেহেদী হাসানসহ খেলোয়াড়, দর্শনার্থী ও এলাকার গম্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.