|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কিশোরগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত -১, আহত-৬ – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২০
মোঃ জুয়েল রানা (নীলফামারী প্রতিনিধি) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জমি দখলকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আক্রমনে রবিবার সকালে এক ব্যক্তি রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় পুলিশ ২জনকে আটক করেছে।
কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়ায় শনিবার সকাল ৯টায় জমি দখলকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান তার দলবল প্রতিপক্ষ মোঃ এনামুল হকের (৪০) উপর আক্রমন চালায়। তাকে বাচাঁনোর জন্য আত্বীয়-স্বজনরা এগিয়ে আসলে তারাও আক্রমনের শিকার হয়। এতে ডাঙ্গাপাড়ার মনছুর আলীর ছেলে আইনুল (৩৯), মইনুল (৩২), মনারুল (২৮), ও স্ত্রী আয়না (৬০) , এনামুলের চাচাত ভাই তাহাবুল (২০), অহিবুল (২৫) গুরুতর আহত হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় মৃত উজির মামুদের পুত্র এনামুল হক রবিবার সকালে মারা যায়। পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল থেকে আতিয়ারের পুত্র আবেদুল (৪৮) ও জালাল উদ্দিনের স্ত্রী কান্দুরীকে (৫৫) আটক করে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ’র সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.