|| ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
বিএনপি নির্বাচনে খরা, আন্দোলনে খরা- ওবায়দুল কাদের-দৈনিক বাংলার অধিকার।
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২০
মোঃ জুয়েল রানা,(নীলফামারী প্রতিনিধি) বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গনজোয়ারের প্রমানটা কোথায় পাবো? নির্বাচনে অথবা আন্দোলনে। আন্দোলনেও তাদের খরা, নির্বাচনেও খরা। তাদের জোয়ারটা কোথায় এলো, আমরাতো দেখতে পাচ্ছিনা। দেশের মানুষও দেখে নাই।
আজ দুপুরে নীলফামারীর সৈয়দপুর ফাইভ স্টার মাঠে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরনকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, আমরা ইভিএম চাই। নির্বাচন কমিশন ইভিএম দিবে, নাকি দেবে না- সেটা ইসির ব্যাপার। কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনেই নির্বাচনে অংশ নেবো। আসলে বিএনপি এনালগ বাংলাদেশ চায়, তারা ডিজিটাল চায় না।
উল্লেখ্য যে, রংপুর বিভাগের ৮ জেলা ও রংপুর সিটি এলাকার জন্য ১৮ হাজার এবং সৈয়দপুরের ৩ হাজার সহ মোট ২১ হাজার শীতবস্ত্র বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.