|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়ার উদ্যোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পিং- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: শনিবার (১১ জানুয়ারী) সকাল ৮ টায় থেকে সারা দেশে ন্যায় বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া'র উদ্যোগে পৌর শহরের জিরো পয়েন্টে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পিন শুরু হয়. বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া'র সভাপতি ও ৩ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ কামাল উদ্দিন পাটোয়ারী খোকন'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ শিহাব উদ্দিন.
বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল ক্যাম্পিং এর উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জমির উদ্দিন বাবু।
০-১২ মাস পর্যন্ত শিশুদেরকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী পর্যন্ত শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। দায়িত্ব পালনকারি বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া সেচ্ছাসেবক'রা দৈনিক বাংলার অধিকার প্রতিনিধিকে জানান সরকার দেশের এ বৃহৎ জনগোষ্ঠীকে বোঝা না ভেবে সম্পদে রুপান্তর করার অংশ হিসেবে আজকের শিশু যাতে আগামীতে সুস্থ স্বাভাবিক ভাবে জনসম্পদ হিসেবে গড়ে উঠে সে অনুযায়ী কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকভাবে প্রতিবারের ন্যায় ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া'র সাধারণ সম্পাদক ও সাংবাদিক এনায়েত উল্যাহ্ সোহেল'র সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আ'লীগ নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য নেছার উদ্দিন ছোটন, আরো উপস্থিত ছিলেন হেলথ পরিদর্শক জহিরুল হক দুলাল, রাধানগর ইউপি আ'লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্না, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, প্রেস ক্লাব'র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক নিজাম উদ্দিন সজিব, পৌর ছাত্রলীগ সভাপতি কাজী জিয়াউল হক রুবেল, সাংবাদিক ফয়সাল মাহমুদ, ছাগলনাইয়া থানা উপ পরিদর্শক আলমগীর হোসেন, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া উপজেলা তথ্য সম্পাদক আবদুল্লাহ আল মামুন মিনার, পৌর সভাপতি ইমাম হোসেন ইমন, সহ- সভাপতি ইকবাল হোসেন সাব্বির ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রাফি, সদস্য আবদুল্লাহ আল মামুন নোমান, ওমর ফারুক, কাজী সিয়াম, তানজিদ হাসান, রিয়াজ হোসেন ও আজিম উদ্দিন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.