|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া দিনব্যাপী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্নাট্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে সারা দেশের ন্যায় “ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের'’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ'র সহযোগিতায় শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে এক বর্নাট্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক গুলিতে প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়ে এক আলোচনা সভায় ছাগলনাইয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ আতিক উল্যাহ'র পবিত্র কোরাআন তেলোয়াত ও ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র (১০ম শ্রেনী) শুভ কৃষ্ণ মজুমদার'র পবিত্র গীতা পাঠ'র মধ্য দিয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কার্যক্রম শুরু হয়।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ'র চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেস ক্লাব'র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, ইভেন্ট প্রতিনিধি ইসতিয়াক হালিম রেজা ও মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মজুমদার, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ, পাঠানগড় ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল সহ প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবুল্লাহ শাহ বাদশা চৌধুরী, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, উপজেলা পরিষদ'র সকল দপ্তরের প্রধানগন, আগত শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, আ'লীগের সহযোগী অঙ্গসংগঠন'র নেতাকর্মী সহ সর্বস্তরের আগত জনগন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিনব্যাপী উপজেলা প্রসাশন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে যেমন, চিত্রাংকন, স্থানীয় শিল্পী ও আগত অতিথি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শনী, অর্থনীতি অগ্রযাত্রা চিত্র প্রদর্শনী ও বর্ণিল আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.