|| ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৬ হিজরি
উইপোকাকে কোন প্রকল্পের টাকা খেতে দেওয়া হবে না, মেয়র প্রার্থী তাপস- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২০
সব প্রকল্পের টাকা উইপোকা খেয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মৎস্যজীবী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘সব প্রকল্পের টাকা উইপোকা খেয়ে ফেলছে, আর কোনো উইপোকা থাকতে দেয়া হবে না। কয়েকজন কর্মকর্তার কারণে মানুষের প্রত্যাশা ব্যর্থ হতে দেয়া হবে না।’
মানুষের দ্বারে দ্বারে গিয়ে নেতা কর্মীদের ভোট চাওয়ার অনুরোধ জানিয়েছেন তাপস আরো বলেন, ‘মুজিববর্ষে পরাজয় মেনে নেয়ার কোনো সুযোগ নেই।
সিটি করপোরেশনের করা সড়ক তিন বছরের মধ্যে অন্য কোন সংস্থাকে কাটতে বা খুঁড়তে দেয়া হবে না। এমন পরিকল্পনার কথাও জানান, দক্ষিণে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.