|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সৌদিআরবে দূর্ঘটনায় সুমনের জানাযায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া :
গত ১২ ডিসেম্বর সৌদি আরবে কনস্ট্রাকশন নির্মানধীন ভবন থেকে পড়ে দুর্ঘটনায় নিহত হন চাঁদপুরের কচুয়ার সন্তান সুমন মোল্লা। এরপর ৩০ দিন পেরিয়ে গেলেও অবশেষে তার লাশ চাঁদপুরের কচুয়া উপজেলা সেঙ্গুয়া গ্রামে আনা হয়। শুক্রবার সকালে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে ল্যান করলে স্থানীয় এ্যাম্বুলেন্স দিয়ে দেশের বাড়ি সেঙ্গুয়া গ্রামে আনা হয়।
সুমন মোল্লা কচুয়া উপজেলার দক্ষিন সেঙ্গুয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে। তার মায়ের নাম মনেনা বেগম।
সৌদির রাবেক থেকে সুমন মোল্লার লাশ দেশে আনতে হলে অনেক হয়রানি ও কাগজপত্র জটিলতা থাকায় অবশেষে ৩০দিন পর লাশ দেশে আনা হয়েছে। তার লাশ দেখার জন্য হাজারো জনতা ভিড় করে। পরে জানাযা শেষে সেঙ্গুয়া মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এদিকে সুমন মোল্লার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি দূতাবাসের সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তার পরিবার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.