|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
শনিবার সৈয়দপুরে শীতবস্ত্র বিতরণ করবেন ওবায়দুল কাদের-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২০
মোঃ জুয়েল রানা (নীলফামারী প্রতিনিধি)বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার (১১ জানুয়ারি) নীলফামারীর সৈয়দপুর উপজেলা সফর করবেন।
এদিন সকাল ১১টায় সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের ফাইভ স্টার মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
এছাড়াও দুপুরে সৈয়দপুর সওজ বাংলোয় উন্নয়ন কার্যক্রম নিয়ে সড়ক বিভাগ রংপুর জোনের কর্মকর্তাদের নিয়ে আলোচনায় মিলিত হবার কথা রয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে সারাদেশে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে অংশ নেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখান থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.