|| ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা রমজান, ১৪৪৬ হিজরি
রাঙ্গাবালীতে আ.লীগের আলোচনা সভা ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২০
ওমরসানি,রাঙ্গাবালী।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করেছেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগ। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কর্যায়ে এ অলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ.কে সামসুদ্দিন আবু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মান্নান হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরে আলম ফকু, সাবেক দপ্তর সম্পাদক মিলন হাওলাদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল ও মাহথীর মোহাম্মাদ রেশাদ, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক রওশান মৃধা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এইচ.এম মোশারেফ হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক রোজিনা হক, সদস্য সালাউদ্দিন মল্লিক ও হেলাল উদ্দিন সান্টু প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীক, মহিলালীগ ও কৃষকলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.