|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বঙ্গবন্ধু’র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মোটর শোভাযাত্রা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২০
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮ টায় জেলা শহরের এটিএম মাঠ থেকে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুদার এমপি'র নেতৃত্বে প্রায় ২ শতাধিক গাড়ি বহর নিয়ে মোটর শোভা যাত্রা শুরু হয়।
বেলা ১১ টায় মোটর শোভা যাত্রার গাড়ি বহর সাপাহারে এসে পৌছালে সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে অভ্যত্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় রাস্তার দু-পাশে সারিবদ্ধভাবে দাড়িয়ে থাকা হাজারো জনতা ফুল ছিটিয়ে হাত নাড়িয়ে মন্ত্রীকে অভ্যত্থণা জানান।
আয়োজিত অভ্যত্থণা অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ অংশগ্রহন করেন।
উল্লেখ্য, মোটর শোভাযাত্রাটি জেলার ১১ টি উপজেলা ঘুরে একই স্থানে শেষ হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.