|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রতিদিন ফজর নামাজ জামাতে পড়া মুসল্লিদের চাদর (শাল) বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া :
চাঁদপুরের কচুয়ায় বৃদ্ধ,যুবক ও বাচ্চাদের ফজর নামাজ জামাতে আদায়ে উৎসাহিত করতে অভিনব ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ। প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়েছে এমন প্রত্যেককে একটি করে চাদর(শাল) উপহার দেওয়া হয়েছে।
কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগের নিজ অর্থায়নে মেঘদাইর সায়েইদিনা জামে মসজিদ থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় ওই মসজিদ ও মেঘদাইর আজিজিয়া জামে মসজিদে ফজর নামাজ জামাতে পড়া শতাধিক মুসল্লিদের মাঝে এসব চাদর বিতরণ করা হয়। পর্যায় ক্রমে ওই ইউনিয়নের প্রতিটি মসজিদ ও এতিমখানায় মুসল্লিদের মাঝে চাদর(শাল) বিতরণ করা হবে। চেয়ারম্যানের এমন উদ্যোগে স্থানীয় শিশু-কিশোর,যুবক ও বৃদ্ধাদের মাঝে দারুণ সাড়া ফেলে। তারা ফজরের নামাজ নিয়মিত জামাতে পড়ার জন্য উদগ্রীব হয়ে ওঠে।
এসময় মেঘদাইর পূর্বপাড়া আজিজিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো: আনোয়ার হোসেন,মাওলানা মোস্তফা কামাল, মসজিদ কমিটির সভাপতি একেএম রুহুল আমিন রুশদীসহ প্রায় দুই শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.