|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়া পৌর মেয়রের নিজ উদ্যোগে সংস্কারের প্রতিশ্রুতি কোয়া খান বাড়ি ঝূঁকিপূর্ণ ব্রীজ
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া :
কচুয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন কচুয়া-রঘুনাথপুর সড়কের কোয়া খান বাড়ি মসজিদ সংলগ্ন ঝূঁকিপূর্ণ ব্রীজ সরেজমিনে পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি ওই ব্রীজ পরিদর্শন কালে অতি দ্রুত জনসাধারনের চলাচলের স্বার্থে নিজ উদ্যোগে সংস্কার করে দেয়ার প্রতিশ্রুতি দেন। জানা গেছে, কচুয়া পৌরসভাধীন ২নং ওয়ার্ডের কোয়া খান বাড়ির জামে মসজিদ সংলগ্ন ব্রীজটি গত কয়েকদিন ধরে মাঝখানে ফুটু হয়ে ভেংগে পড়ে। এত মারাত্মক ঝুঁকি নিয়ে যান চলাচল করে আসছে।
পরিদর্শন কালে কচুয়া পৌরসভার সার্ভেয়ার ইঞ্জিঃ মো. মহসিন হোসেন, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইব্রাহীম দুরন্তসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ার কোয়া এলাকায় ঝুঁকিপূর্ন ব্রীজ পরিদর্শন করছেন মেয়র নাজমুল আলম স্বপন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.