|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার বিতারা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২০
মোঃ মাসুদ রানা, কচুয়াঃ
১০ জানুয়ারী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে চাঁদপুরের কচুয়ার ‘বিতারা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে’ এলাকার শতাধিক গরীর-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। শুক্রবার বিকালে বিতারা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, তরুন সমাজ সেবক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন প্রধানের পরিচালনায় এতে প্রধান অতিথি বক্তব্য ও কম্বল বিতরন করেন, সাচার ইউপি চেয়ারম্যান মো. ওসমান গনি মোল্লা।
বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি প্রাণ কৃষ্ণ দাস, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক আলহাজ্ব মো. মোসলেম মোল্লা, বিতারা বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মুন্সী, ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো.তাফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ডা. জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জিল্লু,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন প্রধান, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. সাইফুল্লাহ দুলাল, ৪নং পালাখাল মডেল ইউনিয়র ছাত্রলীগের সভাপতি মো. মোজাম্মেল তালুকদার,সাচার ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. মোশারফ হোসেন ফরাজী প্রমুখ।
এ সময় বিতারা বঙ্গবন্ধু পরিষদের সদস্যবৃন্দ, উপকারভোগী সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বিতারা বঙ্গবন্ধু পরিষদটি প্রতিষ্ঠার পর থেকে এলাকায় বিভিন্ন সময় নানান ভাবে সামাজিক উন্নয়ন মূলক কাজ পরিচালনা করে সুনাম অর্জন করে আসছে।
কচুয়া : কচুয়ার বিতারা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এলাকার গরীর-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করছেন,ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লাসহ অতিথিবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.