|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীদের – সিটি মেয়রঃ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ জানুয়ারি, ২০২০
স্বপন কুুুমার রায় খুলনা জেেলা প্রতিনিধ।৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ আজ (বৃহস্পতিবার) বিকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথি মেয়র বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীদের। ক্রীড়া চর্চা করলে শিক্ষার্থীদের মন ও দেহ ভাল থাকে। খেলাধুলা একদিকে যেমন মনের আনন্দ দেয়, তেমনি শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে এবং ক্রীড়ার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মনে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষর্থীরা ভবিষ্যৎ সুন্দরভাবে গড়তে তুলতে পারে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক নিভা রাণী পাঠক এবং খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ। স্বাগত জানান জেলা শিক্ষা অফিসার খো: রুহুল আমীন।
পরে মেয়র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।( তথ্যবিবরনী পি আইডি খুলনা।)।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.