|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্প’র উঠান বৈঠক অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ জানুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
"দিন বদলের স্বপ্ন আমার, আমার বাড়ি আমার খামার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের তত্বাবধানে ছাগলনাইয়া উপজেলাধীন রাধানগর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড লক্ষীপুর সর্দ্দার পাড়া আমার বাড়ি আমার খামার গ্রাম উন্নয়ন সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপর আড়াইটা এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
লক্ষীপুর সর্দ্দার পাড়া আমার বাড়ি আমার খামার গ্রাম উন্নয়ন সমিতি'র সভাপতি গিয়াস উদ্দিন রনি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের।
উক্ত উঠান বৈঠক'র প্রধান অতিথি নির্বাহী অফিসার সাজিয়া তাহের বিভিন্ন খামারিদের মাঝে ঋণ তুলে দেন ও কয়েকটি খামার পরিদর্শন করেন ও খামারিদের সাবলম্বী হওয়ার আহবান জানান।
উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক'র জুনিয়র অফিসার নুর মোহাম্মদ মিন্টু'র সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, আমার বাড়ি আমার খামার উপজেলা সমন্বয়ক ও পল্লী সঞ্চয় ব্যাংক'র শাখা ব্যবস্থাপক মোঃ রফিক উদ্দিন, ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক কবির আহম্মদ, সহ- সভাপতি আবদুল মান্নান দুলাল, সদস্য মীর হোসেন, প্রেস ক্লাব'র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া সাধারণ সম্পাদক ও সাংবাদিক এনায়েত উল্যাহ্ সোহেল, সাংবাদিক শাহ আলম, সাংবাদিক আশিকুর রহমান সহ উক্ত সমিতির সদস্যবৃন্দ ও এলাকাবাসি।
সমিতির খামারিদের মাঝে আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক'র লাভজনক উপকারিতা সম্বন্ধে প্রজেক্ট'র মাধ্যমে উপস্থাপন করেন ফিল্ড সহকারি অফিসার মোঃ আলীম উল্যাহ ও সুমন কান্তি দাস।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.