|| ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রধানমন্ত্রীর থেকে আবু নঈম পাটোয়ারী দুলালের শ্রেষ্ঠ সমবায় পুরস্কার গ্রহণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ জানুয়ারি, ২০২০
নিজস্ব প্রতিবেদক,
চাঁদপুরের কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় পুরস্কার ২০১৪ গ্রহন করেছেন।
তিনি গতকাল শনিবার (৫ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪৫ তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ পদক গ্রহন করেন। সমবায় বিষয়ে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার জন্যই তাকে এ বছর সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে এ স্বর্নপদক ও সম্মাননা দেয়া হয়েছে।
গত ২ রা নভেম্বর সমবায় অধিদপ্তর নিবন্ধক ও মহাপরিচালক কার্যালয় থেকে মোঃ মফিজুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে আবু নঈম পাটওয়ারী দুলালকে পদক প্রাপ্তির বিষয়টি জানানো হয়েছিল। জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত হওয়ায় জেলার রাজনৈতিক ও বিভিন্ন সংগঠন সহ দলীয় নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালকে শুভেচ্ছা জানায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.