|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নবাবপুরে বীর মু্ক্তিযোদ্ধা খাজা আহম্মদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ জানুয়ারি, ২০২০
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী প্রতিনিধি :-
১৯৮৫ সালের ৭ ই জানুয়ারী রোজ সোমবার নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি/সাধারণ সম্পাদক, ফেনী জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন এর পিতা মরহুম খাজা আহম্মদ এর ৩৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নবাবপুর বঙ্গবন্ধু পরিষদে বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়ার মাহফিল নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক হকসাবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ।
সমসাময়িক ও মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন বলেন- মুক্তিযুদ্ধের সময় যোদ্ধাদের উৎসাহিত করেছিলেন খাজা আহম্মদ, সুজা উদ্দিন, নেছার উল্লাহ খাঁন। উপজেলা যুবলীগের সহসভাপতি ওমর ফারুক রুবেল বলেন- বঙ্গবন্ধুসহ, মুক্তিযোদ্ধা, একুশে আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলায় যারা মৃত্যু বরন করেছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করি। যার নেতৃত্বে এই এলাকায় মুক্তিযুদ্ধ হয়েছিলো তিনি হলেন- মুক্তিযোদ্ধা খাজা আহম্মদ। এই মহান নেতা মাত্র পঞ্চান্ন বছর বয়সে আমাদের ছেড়ে পরপারে চলে গেলেন।
বক্তব্য রাখেন- সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মাষ্টার নেছার উল্লাহ খাঁন, মাষ্টার কবির আহম্মদ বিএবিএড, মুক্তিযোদ্ধা হোসেন আহম্মদসহ সাংবাদিক, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী, মুসল্লী ও এলাকার সর্বস্তরের জনগণ ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নবাবপুর ইউনিয়ন কেন্দ্রীয় মসজিদের খতিব মাওঃ নুরুন নবী ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.