|| ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
দিনাজপুরে পূজার্চনার মধ্য দিয়ে চিরকুমার রাখাল দাসের দাহদার্য সম্পন্ন-dainikbanglarodhikar.com
প্রকাশের তারিখঃ ৭ জানুয়ারি, ২০২০
মোঃ মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার, দিনাজপুর ।।
দিনাজপুর শহরের মুন্সিপাড়াস্থ এতিহ্যবাহী চিত্রকুঠির এর স্বত্বাধিকারী, নিমতলা মন্দিরের সাধারন সম্পাদক উৎপল দাস খোকন ও কাঞ্চন কুমার দাস এর জেঠা চিরকুমার রাখাল দাস (৯২), ৬ জানুয়ারী, ২০২০ সোমবার বাধ্য জনিত কারণে ইহোলোক ত্যাগ পরলোকে গমণ করেছেন।
৭ জানুয়ারী, ২০২০ মঙ্গলবার দিনাজপুর কেন্দ্রীয় ফুলতলা শ্মশানে পূজার্চনার মধ্য দিয়ে দাহদার্য সম্পন্ন হয়।
তিনি মৃত্যুকালে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ বহু গুনগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে নিমতলা মন্দিরের সভাপতি, দিনাজপুর প্রেসকাবের সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, নিমতলা মন্দিরের সহ-সভাপতি সুবীর চক্রবর্তী ও সদস্য কমল দত্ত, স্বর্গীয় হেমন্ত দাস রাখাল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁর আত্মা যাতে স্বর্গবাসী হয় সেজন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করা হয়।
সাংবাদিক ডোফুরাঃ
০১৭৪০ ৮১৯২০৮
০১৯৭০ ৮১৯২০৮
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.