|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি, ২০২০
মোঃ জুয়েল রানা (নীলফামারী প্রতিনিধি)সৈয়দপুর-পার্বতীপুর সড়কের সাইনবোর্ড এলাকায় ট্রাকের ধাক্কায় মিন্টু হোসেন (৫২) নামে এক ফুলকপি ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ওই ব্যবসায়ী সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হাজিপাড়ার মৃত মমতাজ উদ্দিনের পুত্র। আজ সোমবার সকাল সোয়া ৭টার দিকে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিন্টু নামের ওই ব্যবসায়ী একটি অটো ভ্যানযোগে ফুলকপি নিয়ে পার্বতীপুর বাজারে যাওয়ার সময় সাইনবোর্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় ফুলকপি ব্যবসায়ী। গুরুতর আহত হয় ভ্যান চালক জামিরুল ইসলাম (৪০)। তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জামিরুল ইসলামের বাড়ি নিহত মিন্টু হোসেনের পাশের গ্রাম ছাইয়ের মোড়ে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, ঘটনাস্থলটি পার্বতীপুর সীমানার মধ্যে। তাই দূর্ঘটনার বিষয়ে তদন্ত করছে পার্বতীপুর থানা পুলিশ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.