|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোনাগাজীতে প্রবাসীর বাড়ীতে বোমা হামলা : থানায় মামলা
প্রকাশের তারিখঃ ৫ জানুয়ারি, ২০২০
সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার মধ্যম চর ছান্দিয়া গ্রামের প্রবাসী মোশারেফ হোসেন এর বাড়ীতে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪জানুয়ারী) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোশারেফের মা মেহেনেকা বেগম বাদী হয়ে বেলায়েত হোসেন সেলিমকে প্রধান আসামী করে সোনাগাজী থানায় মামলা দায়ের করেন।
সরেজমিনে জানা যায়, পুর্ব শত্রুতার জেরে ওই সময় দুর্বৃত্তরা মোশারেফের বসতঘরের চতুর্দিকে হাত বোমা বিষ্ফোরন ঘটায় এবং ঘরের চতুর্পাশে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে। বোমার শব্দ শুনে আশপাশের লোকজন বেরিয়ে এলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ও পেট্রোল রেখে পালিয়ে যায়। মেহেনেকা বেগম বলেন, সেলিম তার ভাড়াটে সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে আমাদেরকে হত্যার জন্য বসতঘরে বোমা হামলা করে এবং ঘরে আগুন দেয়ার চেষ্টা করে।
সোনাগাজী মডেল থানার এসআই সাইফুদ্দিন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত হাত বোমার খোসা, বোতল ভর্তি পেট্রোল ও একটি কিরিস উদ্ধার করা হয়।
অভিযুক্ত সেলিমের নিকট জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন । সাইফুদ্দিন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত হাত বোমার খোসা, বোতল ভর্তি পেট্রোল ও একটি কিরিস উদ্ধার করা হয়।
অভিযুক্ত সেলিমের নিকট জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.