|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
পটুয়াখালী কলাপাড়ায় কারিতাস সংস্থা কর্তৃক দুইটি ট্রেড উপর প্রশিক্ষনের উদ্বোধন করাহয়- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ জানুয়ারি, ২০২০
সুভাস দাস (পটুয়াখালী) জেলা প্রতিনিধি - পটুয়াখালীর কলাপাড়ায়
আন্তজার্তিক বেসরকারী উন্নয়নমূলক সংস্থা কারিতাস বরিশাল অঞ্চল সহযোগিতায়।
কমিউনিটি বেইজড ভ্রাম্যমান কারিগরী প্রশিক্ষন প্রকল্প (CB-MTTP) সৈকত ভ্রাম্যমান কারিগরী প্রশিক্ষন স্কুল এর নির্বাচিত প্রশিক্ষনার্থীদের অভিভাবক অবহহিতকরন সভা ও দুইটি ট্রেড উপর প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
৫ ই জানুয়ারী রোজ রবিবার বেলা ১২টা র দিকে পটুয়াখালী র কলাপাড়ার নাচনাপাড়ায় কারিতাস ঘূর্নিঝড় অাশ্রয় কেন্দ্রে ২নং টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমমান শিমু প্রধান অতিথি থেকে ছয় (৬) মাস ব্যাপি, টেইলারিং ও অটোমেকানিক এই ট্রেড প্রশিক্ষনের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন, CDO উচোম্যান, টেনসু, কারিতাস বরিশাল অঞ্চল থেকে মোঃ আলী আক্কাছ , মানবাধিকারকর্মী মোঃ জুলহাস মোল্লা, স্থানীয় বাফ্রুমাতুব্বর ও নাজমিন বেগম, প্রশিক্ষনের প্রধান মোঃ নাউফুল হক বিশ্বাস।
সভিপতিত্ব করেন পটুয়াখালী কলাপাড়ার, নাচনাপাড়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ ছোবাহান বিশ্বাস।
কারিগরী দক্ষতার বৃদ্ধির লক্ষ্যে এই দুইটি (২)টি ট্রেড উপর এই প্রশিক্ষন চলবে জানুয়ারী টু জুন ২০২০ইং।
এই দুইটি ট্রেড এর জন্য টেইলারিং সেকশনে ছাত্রী থাকবে ১৪ জন ও অটোমেকানিক সেকশনে ছাত্র থাকবে ১২ জন। মোট ২৬ জন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.