|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাসিনা আবেদীন মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২০
সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার চরলামছি গ্রামে "হাসিনা আবেদীন মাধ্যমিক বিদ্যাল" নবম-দশম শ্রেণির শ্রেণী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ৪ই জানুয়ারী শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা আক্তার খানম শিলা'র সভাপতিত্ব ও জয়নাল আবেদীন সরকারি প্রাথমিক সহসভাপতি মোঃ নুরুল আফসারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাসিনা আবেদীন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সভাপতি ও দাতা জয়নাল আবেদীন, বাংলাদেশ সুপ্রিম কোটের এডভোকেট রেদওয়ানুল্যাহ, এলজিইডি সদর দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা বাকের আহমেদ, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ, বাহ্মণবাডীয়া পৌরসভার সচিব শামসুদ্দিন আহমেদ ।
সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা ও সমাজসেবক মিজানুর রহমান মিলন(সচিব মিলন), ঢাকাস্থ বিশিষ্ট ব্যাবসায়ী সিরাজুল ইসলাম, এলজিইডি হিসাব সহকারী কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা হাজী সাহাব উদ্দিন, বাংলাবাজার জয়নাল আবেদীন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উল্যাহ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জিয়াউদ্দিন পামেল প্রমূখ ।
এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও ছাত্রছাত্রী সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- মাওলানা আবুল খায়ের ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.