|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাপাহারে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২০
সোহেল চৌধুরী রানা, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।
উপজেলা ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে শনিবার সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়, সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার ছবিতে পুষ্প্যমাল্য অর্পণ শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
পরে বিকাল সাড়ে ৩ টায় একটি বর্ণাঢ্য র্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে সদরের প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে শেষ হয়। র্যালী শেষে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাসেল রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ফজলে রাব্বী প্রমুখ।
এ ছাড়াও সেখানে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, মহিলা আওয়মীগ সহ উপজেলা ছাত্রলীগ, কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.