|| ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
দালাল ছাড়া পাসপোর্ট বানাবেন কি ভাবে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২০
বাংলাদেশি নাগরিকদের দেশের বাইরে ভ্রমণের জন্য সরকারের পাসপোর্ট প্রদান করে থাকে। বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর আবেদনের প্রেক্ষিতে পাসপোর্ট প্রদান করে থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট সংক্রান্ত বিষয়াদি তদারকি করে। সাধারণত পাসপোর্টের বৈধতার মেয়াদকাল ১০ বছর। তবে অনূর্দ্ধ ৫ বছর বয়সী নাগরিকদের জন্য এই মেয়াদকাল ৫ বছর। পাসপোর্ট ইস্যু সংক্রান্ত যাবতীয় কার্যাদি বাংলাদেশ পাসপোর্ট আদেশ-১৯৭৩ এবং বাংলাদেশ পাসপোর্ট বিধিমালা-১৯৭৪ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে।
বাংলাদেশে তিন ধরনের পাসপোর্ট প্রদান করা হয়- ক) আন্তর্জাতিক পাসপোর্ট - যে কোনো দেশে ভ্রমণ করার জন্য; খ) বিশেষ পাসপোর্ট - শুধু ভারতে ভ্রমণ করার জন্য; এবং গ) কূটনৈতিক পাসপোর্ট। পাসপোর্টের জন্য আবেদন করতে হলে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে তার সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি ও নির্ধারিত ফি জমাদানের রশিদ সংযুক্ত করে জমা দিতে হবে। পাসপোর্ট ফরম যথাযথভাবে পূরণ করে যে কোনো একজন উপযুক্ত ব্যক্তি কর্তৃক সত্যায়িত করতে হবে। পাসপোর্ট প্রদানের সময়সীমা প্রার্থীর প্রয়োজন অনুসারে নির্ধারিত হয়। প্রার্থী অতি জরুরি (৭২ ঘণ্টার), জরুরি (১১-২১ দিনের মধ্যে), এবং সাধারণ (২১-৩০ দিনের মধ্যে) সময়সীমার জন্য অথবা তার প্রয়োজনের ভিত্তিতে পাসপোর্টের জন্য আবেদন করতে পারে
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.