|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপে পানি সম্পদ প্রতিমন্ত্রীর ভাঙ্গন এলাকা পরিদর্শন
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২০
স্বপন কুমার রায় খুলনা জেলাপ্রতিনিধিঃ
খুলনার দাকোপে পানি উন্নয়ন বোর্ডের ৩২নং পোল্ডারের নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবঃ জাহিদ ফারুক শামীম। এসময়ে তিনি ভাঙ্গন কবলিত এলাকার লোকজনের সাথে মত বিনিময় করেন।
বৃহস্পতিবার ২ জানুয়ারী বিকাল সাড়ে ৪টার দিকে তিনি স্প্রীট বোর্ডযোগে উপজেলার কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের জালিয়াখালী, গুনারী, কালাবগীর ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের সময়ে তিনি সমবেত এলাকার লোকজনের সাথে মতবিনিময় করেন এবং ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। এসময়ে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত ৩০ আসনের সংসদ সদস্য অ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ড. মাহফুজুর রহমান, দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সার্কেলের তত্তাবধায়ক প্রকৌশলী মোঃ আবুল হোসেন, সিইআইপির নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম, খুলনা পওর বিভাগ-২ নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, উপ-বিভাগীয় প্রকৌশলী এটিএম মাসুদুর রাব্বি, মধুসুদন মল্লিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, উপজেলা আ‘লীগ সভাপতি শেখ আবুল হোসেন, থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পঞ্চানন মন্ডল, মাসুম আলী ফকির, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদারসহ আরো
অনেকে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.