|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর হাজীগঞ্জ রাজারগাঁও বাজারে আবদুস সামাদ মার্কেটে আগুন – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ জানুয়ারি, ২০২০
হাজীগঞ্জের রাজারগাঁও বাজারে আবদুস সামাদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৪ ডিসেম্বর দিবাগত রাত ২টার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস যেতে যেতে মার্কেট পুড়ে ভস্মিভূত হয়।
এ ঘটনায় মার্কেটের মালিক ডা. আ. সামাদ পাটওয়ারী ছেলে মো. আবু তাহের হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। যার নং ১২৪৮। তারিখ ২৫/১২/২০১৯ খ্রী.।
জিডি সূত্রে জানাযায়, রাজারগাঁও বাজারের আবদুস সামাদ মার্কেটে কে এস টি এন্টারপ্রাইজ এন্ড রাবেয়া, তাহের স্টীল হাউজ নামীয় হার্ডওয়ার ও ভ্যারাইটিজ স্টোরসহ ওই মার্কেটের ১০টি দোকান আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়েগেছে। এতে ওই মার্কেটের ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন দোকানের মালিক আবু তাহের পাটওয়ারী।
জানাযায়, এ মার্কেটের মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এতে কোন পক্ষ পূর্ব শত্রুতার জের ধরে আগুন লাগাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রশিদ জানান, আগুন লাগার খবর শুনে এএসআই মোজাম্মেলকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মার্কেট কর্তৃপক্ষ জিডি করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.