|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
সৈয়দপুরে শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে শিশু দগ্ধ – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০১৯
মোঃ জুয়েল রানা (নীলফামারী প্রতিনিধি)নীলফামারীর সৈয়দপুরে শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে আঁখি আকতার (৯) নামে এক শিশু দগ্ধ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে ওই ঘটনা ঘটে। আগুনে দগ্ধ আঁখি আকতার ওই গ্রামের খয়রাত হোসেনের মেয়ে।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফুল ইসলাম সোহেল সিসি নিউজকে জানান, সকাল ১১টার দিকে আগুনে দগ্ধ শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, শিশুটির শরীরের কোমর থেকে পা পর্যন্ত আগুনে পুড়ে গেছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.